জাতীয় নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৪ ডিসেম্বর ২০১৭

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার সচিবালয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার একাদশ মিনিস্ট্রিয়াল কনফারেন্স উপলক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি চায়- আমরা তাদের ক্ষমতায় বসিয়ে দেই, তারা যা চায় তাই আমরা করব? আমরা কোনো দল না। বিএনপি তো ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছিল। টিকে নাই। এক মাসও টিকে নাই। ২০১৪ সালের নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি আইপিওর সভাপতি, সিপিএ’র সভাপতি। তার মানে সারা পৃথিবীর নির্বাচিত সংসদ সদস্যরা ভোট দিয়ে আমাদের নির্বাচিত সংসদ সদস্যকে সভাপতি করেছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সুতরাং মায়া কান্না করে কোনো লাভ হবে না। ইলেকশন হবেই। ইলেকশন ঠেকানোর ক্ষমতা বাংলাদেশে কারো নেই। ২০১৪ সালে পারেনি, ২০১৩ সালেও আন্দোলন করে ব্যর্থ হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘একটি রাজনৈতিক দল আন্দোলনের কথা বলে কিন্তু সবসময় ব্যর্থ হয়। এবারও ব্যর্থ হবে। নির্ধারিত সময়ে বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন দলের সরকারের অধীনে ও নির্বাচন কমিশনের কর্তৃত্বে নির্বাচন হবে।’

আরএমএম/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।