খুলনা এপিবিএন এর এসপির অপসারণ দাবি আওয়ামী লীগের


প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৬ জুলাই ২০১৫

খুলনা মহানগরীর শিরোমনিস্থ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের এসপি হারুন অর রশিদের অপসারণ এবং শাস্তি দাবি করেছেন খুলনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ব্যক্তিমালিকানাধীন জমি দখলের অপচেষ্টায় হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে এই দাবি জানানো হয়।

সোমবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন নগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি।

সম্মেলনে লিখিত বক্তৃতায় বলা হয়, গত ৪ জুলাই ব্যক্তিমালিকানাধীন জমি দখলের ঘৃণ্য অপচেষ্টায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি হারুন অর রশিদ কর্তৃক হামলায় জমির মালিক মোড়ল আজিজুর রহমানসহ তার পরিবারের ৪ সদস্যসহ ১০/১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী শিরোমনি থেকে মিছিল করে ফুলবাজী গেটে আসার সময় মিছিলটি এপিবিএর সামনে পৌছঁলে পোষাক পরিহিত ও সাদা পোষাকের পুলিশ জনগণের উপর গুলি বর্ষণ এবং লাঠিচার্জ করে। এতে ২০/২২ জন আহত হন। শুধু তাই নয়, পুুলিশ বাড়িতে বাড়িতে ঢুকে মেয়েদের উপরও হামলা চালায়। সম্মেলনে অবিলম্বে এসপি হারুন অর রশিদের অপসারণ দাবি করা হয়।

আলমগীর হান্নান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।