সরকার মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে


প্রকাশিত: ০৮:০৪ এএম, ০৬ জুলাই ২০১৫

বর্তমান সরকার একদলীয় নির্বাচনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। সোমবার বারিধারাস্থ নিজ বাসায় রংপুরের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিয়কালে এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

জেবেল রহমান গানি বলেন, আওয়ামী সরকারের অপরাজনীতির ফলে মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক শক্তি দুর্বল হয়ে পড়ছে, যা আগামী রাজনীতিতে ভারসাম্য নষ্ট করতে পারে।

তিনি বলেন, সরকারের গণবিরোধী অবস্থান ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপরাজনীতি বাংলাদেশের জন্য অভিশাপ বয়ে আনছে। এ অবস্থা থেকে দ্রুত উত্তরণে সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।

সভায় উপস্থিত ছিলেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, দপ্তর সম্পাদক মো. নুরুল আমান চৌধুরী, অর্থ সম্পাদক আহসান হাবিব খাজা, রংপুর বিভাগের অধ্যাপক আবদুল হান্নান, মশিউর রহমান, আবদুল হালিম, মাওলানা ইউনুস আলী, মিসেস রহিমা আকন্দ, শাহরিয়ার আলম খান প্রমুখ।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।