মাগুরায় উপনির্বাচনে নিরপেক্ষতা চায় বিএনপি


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৬ জুলাই ২০১৫

মাগুরা সদর উপজেলা পরিষদের আসন্ন চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষতা ও সকল প্রার্থীর সমধিকার নিশ্চিত করার দাবিতে সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রোকনুজ্জামান মূল বক্তব্য রাখেন।

সম্মেলনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রশাসন ও গণমাধ্যমের কর্মীদের কাছে আহ্বান করা হয়। সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদকে দলীয় একক প্রার্থী হিসাবে সমর্থন জানানো হয়েছে।

উল্লেখ্য, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিনের মৃত্যুতে এ পদটি শূন্য হয়। ২১ জুলাই মাগুরা সদর উপজেলার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগের ৪ জন ও বিএনপির ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মো. আরাফাত হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।