দাকোপে ভেঙে যাওয়া বাঁধ মেরামতে উদ্যোগ নেই


প্রকাশিত: ১০:১০ এএম, ০৫ জুলাই ২০১৫

কর্তৃপক্ষের অবহেলায় খুলনার দাকোপ উপজেলায় শিবসা নদীর জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৫০ গজ বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জোয়ারের পানিতে স্থানীয় নলিয়ান বাজারের অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান এবং দুইশ বাড়িঘর পানিতে ডুবে গেছে। তবে বাঁধ ভেঙে গেলেও তাৎক্ষণিকভাবে মেরামতের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস আগে একইস্থানে ভয়াবহ ভাঙন ও ফাঁটল দেখা দিলে কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আর ব্যবস্থা গ্রহণ না করার কারণেই এই নদী ভেঙে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সুতারখালী ইউপি চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন জাগো নিউজকে বলেন, নলিয়ান বাজারের উত্তর পাশে কয়েক মাস আগে ভয়াবহ ভাঙন ও ফাঁটল দেখা দেয়। তখন পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে দ্রুত বাঁধ সংস্কার করার জন্য বলা হলেও তারা এ ভাঙন রোধে কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

তিনি বলেন, বাঁধটি আটকানোর জন্য স্থানীয় ইউপি সদস্য মাসুম আলী ফকিরের নেতৃত্বে প্রায় দুইশ শ্রমিক বিরামহীন কাজ করছেন।

দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন জাগো নিউজকে বলেন, নলিয়ান বাজারের এ নদী ছাড়াও আইলা দুর্গত সুতারখালী ও কামারখোলা এলাকার নদী ভাঙন রোধ ও বিকল্প রাস্তা নিমার্ণের জন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করছি, খুব শিগগিরই কাজ শুরু হবে। বর্তমানে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ভাঙন রোধে কাজ করানো হচ্ছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী পিযুষ কুণ্ডু জাগো নিউজকে বলেন, নদীগর্ভে বিলীন হওয়া বেড়িবাঁধটির প্রায় সহস্রাধিক গজ অদূরে কেয়ারের রাস্তা রয়েছে। বর্তমানে নদীগর্ভে বিলীন হওয়া বাঁধটির বিপরীত পাশ দিয়ে বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প পাঠানো হয়েছে।

আলমগীর হান্নান/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।