আতঙ্ক ছড়ানোর ক্ষমতা নেই ব্রাজিলের : কাফু


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৪ জুলাই ২০১৫

প্রতিপক্ষের মনে আতঙ্ক ছড়ানোর ক্ষমতা ব্রাজিল হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন দেশটির বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কাফু। দলের এমন অবস্থা দেখে এক রকম হতাশ তিনি। এই বাজে সময় কেটে ব্রাজিল আবার হারানো দিন খুঁজে পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

তিনি বলেন, ব্রাজিল দলে অঙ্গীকার ও স্পৃহার অভাব আছে। তারা সম্মান হারিয়েছে। আমরা যে ধরনের ফুটবল খেলছি, তাতে এখন আর প্রতিপক্ষরা আমাদের ভয় পায় না। এখন আর তারা বলে না ‘আমাদের ব্রাজিলকে মোকাবেলা করতে হবে’।

তিনি আরো বলেন, আমরা একটি পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি। কিন্তু আবার ভয় ধরিয়ে দেয়া দল হবে ব্রাজিল। যারা আমাদের হেলা করে তারা বিস্মিত হবে। এএস রোমা ও এসি মিলানের সাবেক ডিফেন্ডার দেশটির সমর্থকদের জন্য আশার কথাও শোনান।

প্রসঙ্গত, প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে ব্রাজিলের এবারের কোপা আমেরিকার অভিযান কোয়ার্টার-ফাইনালেই শেষ হয়। এর আগে দেশের মাটিতে ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে সেমি-ফাইনালে ৭-১ গোলে উড়ে গিয়েছিল তারা।

সাম্প্রতিক সময়ে ব্রাজিলের এই বাজে অবস্থার একটা কারণ খুঁজে পেয়েছেন দেশটির সাবেক ডিফেন্ডার কাফু। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১৪২টি ম্যাচ খেলার রেকর্ড গড়া কাফু তার ১৬ বছরের ক্যারিয়ারে ২০০২ সালের বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা জেতেন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।