পুলিশ পেট্রলবোমা না ছুঁড়লে আন্দোলন বন্ধ হতো না : খালেদা


প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৪ জুলাই ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের তিন মাসের আন্দোলন বন্ধ হতো না, যদি না পুলিশ বাসে আগুন দিতো। শনিবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা বলেন, বাসে আগুন দিয়েছে পুলিশ, পেট্রলবোমা মেরেছে পুলিশ। বাসে আগুন দিয়ে পুলিশ নিজেই স্বীকার করেছে। তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না?’

তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে ২০ দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিচারপতি টিএইচ খান।

এমএম/বিএ/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।