দেশবাসীকে হরতাল পালনের আহবান ফখরুলের


প্রকাশিত: ১২:৪১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে এ আহবান জানান তিনি।

মির্জা ফখরুল সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না, বরং নির্যাতনের মাত্রা যতই বৃদ্ধি করা হবে ততই বিরোধী দলীয় নেতা-কর্মীরা সুসংগঠিত হয়ে জনগণকে সাথে নিয়ে চলমান আন্দোলনকে আরো বেগবান, গতিশীল ও শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ হবে।

তিনি বাগেরহাট জেলা বিএনপি নেতা আজাহার মোল্লা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাইউল শেখ, খুলনা জেলায় ফুলতলা উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পারভেজ ভূঁইয়া, চালনা কলেজ ছাত্রদল সভাপতি জি এম সুমন, মাগুরা জেলায় বিএনপি নেতা বাচ্চু শেখ, রেজাউল ইসলাম, মোহাম্মদ আলী, তুষার আহমেদ, মনিরুল ইসলাম, মো. মোস্তফা, তোরাব আলী,  নোয়াখালী জেলায় ছাত্রদল নেতা হারুন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মো. মাসুদ, বিএনপি নেতা ফারুক আহমেদ ও ছাত্রদল সভাপতি সাদেকুর রহমানসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা জানান।

হরতালে হজযাত্রীবাহী যানবাহন, লাশবাহী গাড়ী, এ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, ঔষুধের দোকান, হোটেল-রেঁস্তোরা হরতাল কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানান মির্জা ফখরুল।

উল্লেখ্য, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।