কোনো অশুভ শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না


প্রকাশিত: ১১:০৪ এএম, ০৪ জুলাই ২০১৫
ফাইল ছবি

কোনো অশুভ শক্তি বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের কারণেই আজ বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। যে কারণে বিশ্বব্যাংক বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই উন্নয়নের ধারা অব্যহত থাকলে আগামী কিছু দিনের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। সকলে মিলে একযোগে কাজ করলে কোনো বাধাই এ উন্নয়নের ধারা ব্যাহত করতে পারবে না বলেও জানান মন্ত্রী।

শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশ থেকে সন্ত্রাস দূর করা হয়েছে। আর সাধারণ মানুষই সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পেট্রলবোমা নিক্ষেপকারীদের পরাজিত করেছে। এছাড়াও বর্তমান সরকার দেশের যুব সমাজকে রক্ষার জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

জেলা প্রশাসক বিল­াল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং জেলা জাসদের সভাপতি আব্দুল হাই প্রমুখ।

বাদল ভৌমিক/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।