২০ দলের শরিকরা হতাশ : ইনু


প্রকাশিত: ১১:৩৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

যাঁরা গণতন্ত্রের আশায় খালেদা জিয়ার সঙ্গে গিয়েছিলেন, তাঁরা হতাশ হয়ে জোট থেকে বেড়িয়ে আসছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার টাকা দিয়ে ২০-দলীয় জোট ভাঙছে বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা ডাহা মিথ্যা। যাঁরা গণতন্ত্রের আশায় খালেদা জিয়ার সঙ্গে গিয়েছিলেন, তাঁরা হতাশ হয়ে জোট থেকে বেড়িয়ে এসেছেন। কারণ, তাঁরা বুঝতে পেরেছেন, খালেদা জিয়া জঙ্গিবাদের রক্ষক, ষড়যন্ত্র ও চক্রান্তের রাজনীতি করেন। তাই তাঁর বিভ্রান্তির খপ্পর থেকে শরিকেরা একে একে বেরিয়ে আসছেন। এ থেকে প্রমাণ হয়, তাঁদের বিভ্রান্তি কেটে গেছে।

হাসানুল হক ইনু বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ধর্মের গামছা পরে ধর্মগুরু সাজার অপচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু আদালত প্রমাণ করেছে, তিনি যুদ্ধাপরাধী, খুনি ও লুণ্ঠনকারী। আর এসব অভিযোগ প্রমাণ হওয়ার পর জামায়াতের হরতাল ডাকার মানে অপরাধীকে রক্ষার অপচেষ্টা করা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।