অসুস্থ রিজভীর মুক্তি চায় বিএনপি


প্রকাশিত: ১০:১৭ এএম, ০৪ জুলাই ২০১৫
ফাইল ছবি

কারাগারে গুরুতর অসুস্থ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুচিকিৎসার জন্য অবিলম্বে মুক্তি দিতে সরকারের নিকট দাবি জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার দুপুরে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে রিপন বলেন, দীর্ঘ দিন থেকে বিএনপি’র কারাবন্দি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ। বরাবরই তিনি একজন অসুস্থ মানুষ। গত পাঁচ মাসের অধিক সময় কারান্তরীণ থাকার ফলে তার শারীরিক জটিলতা মারাত্মক আকার ধারণ করেছে।

তিনি বলেন, ১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তৎকালীন বিডিআর এর গুলিতে তার পেটের নাড়ীভুড়ি ছিন্নভিন্ন হয়ে যায় এবং অস্ত্রোপচারের সময় তার খাদ্যনালীর বেশ কিছু অংশ কেটে ফেলা হয়। এর ফলে সেখানে মাঝে মধ্যেই এক ধরনের ব্লক তৈরি হয়, ফলে তার পেটের পীড়া মারাত্মক আকার ধারণ করে। এছাড়াও ২০০৪ সালে সড়ক দুর্ঘটনায় তার ডান হাত ও বাম পায়ের হাড় ভেঙ্গে যায়। ব্যাংকক এর বামরুনগ্রাদ হাসপাতালে অস্ত্রোপচার করে তার হাত ও পায়ে মেডিকেটেড ষ্টিল প্লেট দিয়ে জোড়া লাগানো হয়। এর পর থেকে তিনি নিয়মিত বামরুনগ্রাদ হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১৫ জুন স্থানীয় সময় বেলা ১১টায় বামরুনগ্রাদ হাসপাতালে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও কারান্তরীণের কারণে যথাসময়ে ব্যাংকক গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, বর্তমানে রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং ক্রমেই অবনতিশীল পর্যায়ে চলে যাচ্ছে। তিনি কারাগারে পেটের পীড়া, হাত-পা ও কোমরে প্রচন্ড ব্যাথার কারণে হাঁটা-চলা করতে এবং ঘুমাতে পারছেন না।

বিএনপির এই মুখপাত্র অবিলম্বে রুহুল কবির রিজভীর শারীরিক অসুস্থতা বিবেচনায় এঁনে তাকে জামিনে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।