ইংল্যান্ড দলের নেতৃত্বের জন্য কুকই সেরা : স্ট্রস


প্রকাশিত: ০৫:০৭ এএম, ০৪ জুলাই ২০১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন এ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেয়ার জন্য এলিস্টার কুকই সেরা ব্যক্তি বলে মনে করেন টিম ডিরেক্টর এন্ড্রু স্ট্রস। তবে এ সিরিজের পর কুকের অধিনায়কত্বের কোনো নিশ্চয়তা দিচ্ছেন তিনি।

ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক স্ট্রস টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম সপ্তাহেই তৎকালীন কোচ পিটার মুরসকে বরখাস্ত করেন এবং বিতর্কিত ব্যাটসম্যান কেভিন পিটারসেনের দলে ফেরার দরজা বন্ধ করে দেন।

এখন সেই স্ট্রসই আবার বলছেন, সেন্টিমেন্টের গুরুত্ব অবশ্যই দিতে হবে। কুক তার তৃতীয় এ্যাশেজ সিরিজের পর নিজের অধিনায়কত্ব অক্ষুন্ন রাখতে পারবে কি-না সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিচ্ছেন না তিনি।

স্থানীয় ডেইলি মেইল পত্রিকা স্ট্রসের উদৃতি দিয়ে জানায়, ‘গ্রীষ্ম মৌসুমের শুরুতেই আমি বলেছিলাম ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে এলিস্টার কুক যথার্থ ব্যক্তি। এরপর সে দুই ম্যাচ খেলেছে এবং ব্যাটিং ও অধিনায়কত্ব দুটোই ভালো করেছে। অতএব, অবশ্যই আমার মতের পরিবর্তন হয়নি।’

‘তবে ভবিষ্যতে কি আছে এবং আগামী পাঁচ টেস্টের পর কি ঘটবে আমরা কেউ জানি না। এই সিরিজের পর কি ঘটবে সেটা চিন্তা করাটা ভুল হবে। তবে এই মুহূর্তে সে-ই সেরা ব্যক্তি।’

প্রসঙ্গত, ২০১২ সালে অবসর নেয়ার আগে ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্টে ৭০৩৭ রান করা স্ট্রস বলেন, ‘ব্যক্তিগত ও দলগতভাবে এই মুহূর্তে তার পুরো দৃষ্টিই এই গুরুত্বপূর্ণ সিরিজের প্রতি। বেশকিছু সময় পাওয়ায় ভাল অবস্থানে থেকেই সে এই সিরিজ শুরু করবে।’

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।