জামায়াতকে মানুষ আর বিশ্বাস করে না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সন্ত্রাসী কার্যকলাপ বাদ না দিলে বিএনপি-জামায়াতকে এ দেশের সাধারণ মানুষ আরো অন্ধকারে নিক্ষিপ্ত করবে। জামায়াতকে এ দেশের মানুষ আর বিশ্বাস করে না। আর এ ঘাতকদের থেকে সকলকে সজাগ থাকতে হবে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ও বাগবাটিতে পৃথক দুটি সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপিকে গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে এসে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। তবেই তারা মানুষের সমর্থন আদায় করে একটি সুস্থ্য ধারার রাজনীতিতে ফিরতে পারবে। জ্বালাও পোড়াও এবং নৈরাজ্যসহ মানুষ হত্যা করে কোনো রাজনীতি হতে পারে না।
বাগাবটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মলিক ও গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে পৃথক সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, সহকারী প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ।
এর আগে মন্ত্রী স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে গাইন্ধাইলে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজি এবং বাগবাটিতে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বাদল ভৌমিক/এআরএ/আরআই