মিলানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আদ্রিয়ানো
ইতালীয় জায়ান্ট এসি মিলানের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন ব্রাজিলের গোল মেশিন খেতাব পাওয়া ইউক্রেনীয় ফুটবল ক্লাব শাকতার দোনেস্কের স্ট্রাইকার লুইজ আদ্রিয়ানো। বৃহস্পতিবার মিলানের ওয়েবসাইটে এই ঘোষণাটি দেয়া হয়েছে।
গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ৯টি করে গোল নিয়ে মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সহাবস্থানে ছিলেন শাকতারের ২৮ বছর বয়সী এই ব্রাজিলীয় স্ট্রাইকার। সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এসি মিলানের সঙ্গে ৮০ লাখ ইউরোর বিনিময়ে ৫ বছরের জন্য চুক্তিপত্রে সই করেছেন তিনি।
মিলানের অফিসিয়াল টুইটারে বলা হয়, ‘স্বাক্ষরিত চুক্তিপত্রে আদ্রিয়ানো ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত এসি মিলানে থেকে যাবার সম্মতি দিয়েছেন।’ ২০১৪ সালে ব্রাজিলের জাতীয় দলে অভিষেক পাওয়া আদ্রিয়ানো মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তবে ২০০৭ সালে শাকতারে যোগ দেয়ার পর সেখানে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন তিনি। ক্লাবের হয়ে ৬টি শিরোপা জয়ের পাশাপাশি ২০০৯ সালে উয়েফা কাপের শিরোপাও জয় করেছেন তিনি।
এসএইচএস/আরআই