লতিফ সিদ্দিকীর গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ


প্রকাশিত: ১০:০৭ এএম, ০৩ জুলাই ২০১৫

হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন বাতিল করে পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা হেফাজতে ইসলাম।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে জেলা জামে মসজিদ প্রাঙ্গণে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করে হেফাজতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করে। পরে প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার বলেছিল তারা ক্ষমতায় এসে কোরআন-হাদিস বিরোধী কোনো আইন করবে না। এছাড়া ইসলাম বিরোধী কোনো কাজ করবে না। কিন্তু সরকার লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি দিয়ে ইসলাম বিরোধী কাজ করেছে। অবিলম্বে লতিফ সিদ্দিকীর জামিন বাতিল করে তাকে পুনরায় গ্রেফতার না করা হয় তাহলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি প্রদান করেন নেতাকর্মীরা।

জেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের সহ-সাধারণ সম্পাদক মুফতি আবদুল হক, প্রচার সম্পাদক মুফতি এনামুল হাসান, জেলা হেফাজতে ইসলামের সদস্য মাওলানা এরশাদুল্লাহ, মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা কেফায়েত উল্লাহ প্রমুখ।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।