বিএনপির অনেকে দেখা করেছেন : হাছান


প্রকাশিত: ০৮:৩২ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

বিএনপির অনেক নেতাকর্মী রাতের আধারে  আওয়ামী লীগের সঙ্গে দেখা করেন বলে জানিয়েছেন  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল বিরোধী এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০ দল ও বিএনপির মধ্যে ভাঙন শুরু হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী রাতের আধারে আমাদের সঙ্গে দেখা করেন।

হরতাল প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আজকের হরতালের সঙ্গে সমন্বয় করেই বিএনপি আগামীকাল হরতাল ডেকেছে। তাদের হরতাল সংবিধান সংশোধনের প্রতিবাদে নয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু বলেন, আগামীকালের হরতাল জনগণ প্রত্যাখান করবে। আওয়ামী লীগ রাজপথে থাকবে।

স্বাধীনতা পরিষদের সভাপতি সোহরাব হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে  উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি এনায়েত হক সানী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।