আবারো থমকে গেল লিবিয়া শান্তি আলোচনা
লিবিয়ার প্রতিদ্বন্দ্বী সরকারগুলো এ সপ্তাহে আর শান্তি আলোচনায় ফিরে যাবে না বলে জানিয়ে দিয়েছে। শান্তি চুক্তির পথে যে কোন পক্ষ বাধা দিলে তার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবরোধ আরোপ করবে। এ রকম হুমকি সত্ত্বেও বুধবার দেশটির বিদ্রোহী বাহিনী এ শান্তি প্রস্তাব প্রত্যাখান করে। ফলে কার্যত আবারো থমকে গেল লিবিয়া শান্তি আলোচনা।
দেশটির রাজধানী ত্রিপোলিতে ন্যাশনাল জেনারেল কংগ্রেস জানায়, তারা নতুন খসড়ার বিষয়ে এক সপ্তাহ ধরে আলোচনা করবে। তবে বৃহস্পতিবার মরক্কোতে আলোচনা শুরুর কথা থাকলেও তারা সেখানে ফিরে যাবে না বলে সাফ জানিয়ে দেয়।
এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ প্রণীত সর্বশেষ খসড়ার সংশোধনীতে তাদের প্রস্তাব অন্তর্ভূক্ত করা হয়নি। ফলে তারা এ আলোচনায় আর ফিরে যাচ্ছে না।
বুধবার ত্রিপোলিতে সিজিএনের সদরদপ্তরের সামনে কয়েক হাজার লোক নতুন এ খসড়ার বিরুদ্ধে বিক্ষোভ করে। এ সময় তারা এ শান্তি আলোচনায় নেতৃত্ব দেয়া জাতিসংঘ দূত বার্নারদিনো লিওনের ছবিতে আগুন ধরিয়ে দেয়।
এসআইএস/আরএস/আরআইপি