জামায়াতকে নিষিদ্ধ করা ঠিক হবে না : অর্থমন্ত্রী


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

জামায়াত ইসলামিকে আইনগতভাবে নিষিদ্ধ করলে তারা আত্মগোপনে গিয়ে খুনখারাবি করবে, এ কারণে জামায়াতকে নিষিদ্ধ করা ঠিক হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার সচিবালয়ের অর্থমন্ত্রণালয়ে এডিবির এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জামায়াতের সাথে আওয়ামী লীগের আঁতাত হয়েছে, এ গুজব জামায়াতই সৃষ্টি করেছে, এটা রাবিশ। তাদের এদেশে থাকার অধিকার নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সরকার পাঁচ বছরই ক্ষমতায় থাকবে। সরকারের ওপর কোনো চাপ নেই। হরতাল অবরোধ প্রসেঙ্গে অর্থমন্ত্রী বলেন, এগুলো নিয়ে সরকার ভাবছে না।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সংলাপের দরকার নেই। তবে আওয়ামী লীগ চাইলে সংলাপ করতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।