পিরোজপুরে বিপুল পরিমাণ অবৈধ জালসহ আটক ৮


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০১ জুলাই ২০১৫

পিরোজপুরে মৎস্য সংরক্ষণ আইনে বেআইনি জাল আটক ও গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। আর এরই অংশ হিসেবে বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযানে আট জেলেকে আটক করে সাজা প্রদান করে। এ সময় ৩৫ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, মোসলেম (৩৫), আলামিন হাওলাদার (২৮), সুমন হাওলাদার (২৪), রিগান হাওলাদার (২৩), আমির হোসেন (২৮), কামরুল হোসেন (২৩), আলামিন (১৯) ও হানিফ (১৮)। এদের বাড়ি কাউখালী ও সদর উপজেলায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক মামুনের নেতৃত্বে বলেশ্বর ও কঁচা নদীতে ব্যাপক অভিযান পরিচালিত হয়। এ সময় আটককৃত জাল পিরোজপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকীর উপস্থিতে পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে মৎস্য বিভাগ সূত্রে জানা যায়।

অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অলিয়ুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তাদের মধ্যে মঠবাড়িয়ার ইকবাল হোসেন, সদরের মোজাম্মেল হক, ভান্ডারিয়ার অনিল চন্দ্র দাস, জিয়ানগরের গোলাম মোস্তফা এবং সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুল বারী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

হাসান মামুন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।