সোমবার সারাদেশে ২০ দলের হরতাল


প্রকাশিত: ০১:০০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তিনি জানান, বিচারপতিদের অপসারণ ক্ষমতায় সংসদে ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে এ হরতাল হবে।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এই সকাল-সন্ধ্যা হরতালের আহবান করার ফলে সারাদেশে রোববার ভোর ছ’টা থেকে টানা দু’দিন হরতালের আওতায় পরলো। কেননা, মানবতাবিরোধী অপরাধে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া প্রতিবাদে গত বুধবার ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতৃয় দিন অর্থাৎ রোববার জামায়াতের হরতাল রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।