বাম দলগুলোর বিক্ষোভ ২২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৪ নভেম্বর ২০১৭

সন্ত্রাস, নৈরাজ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাম দলগুলো। আগামী ২২ নভেম্বর দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।

সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতারা এক যৌথসভায় সোমবার এ কর্মসূচি ঘোষণা করেন। ওই সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, জোটের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ কাফী রতন, রুহিন হোসেন প্রিন্স ও বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।

এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।