ম্যারাডোনার চেয়ে বড় ফুটবলার মেসি!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ৩০ জুন ২০১৫

বিশ্ব ফুটবলে বর্তমানে মেসির জয়জয়কার। নানা অভিধায় রোজ ভূষিত হন এই আর্জেন্টাইন ফুটবল বিস্ময়।

কিন্তু এবার সবাইকে ছাড়িয়ে বিশ্বের অন্যতম সেরা প্রাক্তন ডিফেন্ডার পাওলো মালদিনি মন্তব্য করেছেন ম্যারাডোনাকে ছাপিয়ে গিয়েছে তারই আর্জেন্টাইন উত্তরসূরী লিওনেল মেসি। শেষ কয়েক বছরের পারফরম্যান্সেই মেসি এই জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছেন বলে মত পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ডিফেন্ডারের।

মালদিনি বলেন, মেসি বিশ্বের সেরা ফুটবলার। শেষ কয়েক বছর ওর খেলা দেখে আমি সত্যিই মুগ্ধ।

এসি মিলানের হয়ে ১৯৮৫ থেকে ২০০৯ পর্যন্ত খেলা মালদিনি আরও বলছেন মেসি বার্সেলোনাকে ইতিমধ্যেই খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছেন। নেইমার-সুয়ারেজকে নিয়ে মেসি কাতালান ক্লাবের সব রেকর্ড ভেঙে দেবেন।

এসি মিলানের হয়ে ৯০২টি ম্যাচ খেলার পাশাপাশি দেশের জার্সিতেও ১২৬টি ম্যাচ খেলা মালদিনি আজও ডিফেন্ডারদের কাছে আদর্শ।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।