আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সেমিনার বৃহস্পতিবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:০৬ এএম, ১৪ নভেম্বর ২০১৭

ক্ষমতাশীল আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সেমিনার আগামী বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. মো. আবুল কাশেম।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সেমিনারে প্রফেসর এমেরিটাস ড. একে আজাদ চৌধুরী, প্রফেসর আবদুল মান্নান, প্রফেসর ড. মো. আখতারুজ্জামান ও প্রফেসর ড. নাসরীন আহমাদ বক্তব্য রাখবেন।

এফএইচএস/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।