খালেদা জিয়ার বক্তব্য অপ্রত্যাশিত : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৭

বিএনপির সমাবেশে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গতকাল (রোববার) সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা অপ্রত্যাশিত। তবে তিনি তার বক্তব্যে শেষ পর্যন্ত অটল থাকতে পারবেন না। কারণ তাকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। তা না হলে তার দল অন্ধকারে নিমজ্জিত হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সেনাবাহিনী ভোটের সময় সিভিলদের সহায়তা করবে। তাদের কেন বিচারিক ক্ষমতা দিতে হবে? নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার বিষয়েও খালেদা জিয়ার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ২০০১ সালে সেটা তিনি দেখেছেন। এটা তার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন।

‘ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ভোট নিয়ে আওয়ামী লীগ নির্বাচন কমিশনে (ইসি) দলীয় অবস্থান জানিয়েছে। এখন নির্বাচন কমিশন চাইলে ভোটে ইভিএম ব্যবহার করবে, না চাইলে নেই’-বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনেই বিএনপিকে আসতে হবে। তারা যদি না আসে তাহলে নির্বাচন তো আর থেমে থাকবে না। নির্বাচন যথাসময়ে হবে। বিএনপি কোনোদিন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তাদের সেই ক্ষমতাও নেই।

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে কি-না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে আর কোনো দিন সংলাপ হবে না। কারণ তাদের অনেক সুযোগ দেয়া হয়েছে, তারা সেগুলো গ্রহণ করতে পারেনি। তারা আগুন-সন্ত্রাস করে দেশে অনেক মানুষ হত্যা করেছে। কিন্তু তারা বিনিময়ে কিছুই অর্জন করতে পারেনি। বরং তারা নিজেদের ক্ষতি করেছে। ভবিষ্যতে যদি তারা এমন কিছু করতে চায় তাহলে তারা আরও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।

এমইউএইচ/জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।