বিধ্বস্ত ইন্দোনেশীয় বিমানের ১১৩ আরোহীর সবাই মারা গেছেন


প্রকাশিত: ১২:৩০ পিএম, ৩০ জুন ২০১৫

সুমাত্রা দ্বীপের একটি প্রধান নগরীতে মঙ্গলবার বিধ্বস্ত হওয়া ইন্দোনেশিয়ার সামরিক বিমানটিতে থাকা মোট ১১৩ জন আরোহীর সবাই মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির বিমানবাহিনী প্রধান আগাস সুপ্রিয়ত্তনা।

তিনি ইন্দোনেশীয় টিভি স্টেশন মেট্রো টিভিকে বলেন, মেদান নগরীতে বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হওয়া হারকিউলিস সি-১৩০ বিমানটিতে ১২ জন ক্রু ও ১০১ জন যাত্রী ছিলেন।

এর আগে কর্তৃপক্ষ আরোহীর সংখ্যা অন্তত ৪৫ জন বলে জানিয়েছিল।  দুর্ঘটনায় কেউ বেঁচে আছেন কিনা জানতে চাইলে আগাস সুপ্রিয়ত্তনা বলেন, ‘না না, কেউ বেঁচে নেই। আমি এই মাত্র ঘটনাস্থল থেকে ফিরেছি।’ এ পর্যন্ত ৪৯টি মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান বিমানবাহিনী প্রধান।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।