খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ


প্রকাশিত: ০৭:৪০ এএম, ৩০ জুন ২০১৫
ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলস ব্যক্তি মালিকানায় হস্তান্তরের প্রতিবাদে খুলনায় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পাটকল শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১০টায় মিলগেটের সামনের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করলে ব্যস্ততম এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রায়ত্ত্ব আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. আব্দুর রশিদ, আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, শ্রমিক নেতা মোজাম্মেল হক, সাইফুল ইসলাম লিটু প্রমুখ।

শ্রমিক নেতারা বলেন, একটি প্রভাবশালী মহলের ষড়যন্ত্রে সরকারি আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হচ্ছে। শ্রমিক-কর্মচারীরা রক্ত দিয়ে হলেও এ মিলকে ব্যক্তি মালিকানায় দিতে দেবে না বলে অঙ্গীকার করেন তারা। দ্রুত মিলটি মালিকের নিকট হন্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

আলমগীর হান্নান/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।