সমাবেশের কোনো লক্ষণই নেই সোহরাওয়ার্দীতে
বিএনপির সমাবেশ কি কাল এই উদ্যানে হবে? এখনও পর্যন্ত কোনো মঞ্চ তৈরির আলামত দেখি না। খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতারা কোথায় দাঁড়িয়ে বক্তৃতা দেবেন। উদ্যানের কোথাও তো সমাবেশের প্রস্তুতির ছিটেফোঁটা লক্ষণও নেই।
শনিবার সকাল পৌনে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)রাজু ভাস্কর্যের বিপরীত দিকে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারের সামনে ডাবের দোকানে দাঁড়িয়ে ডাব খেতে খেতে পুরান ঢাকার বাসিন্দা মধ্যবয়সী ইয়াসিন হোসেন কয়েকজন সমবয়সী ব্যক্তিকে লক্ষ্য করে এ কথাগুলো বলছিলেন।
উপস্থিত সকলেই তার কথায় সায় মিলিয়ে বললেন, আসলেই ঠিকই বলেছেন। বিএনপির মতো এত বড় দলের সমাবেশ হবে অথচ এ মুহূর্তে উদ্যানের চৌহদ্দি ঘুরে দেখে আগামীকাল যে বড় ধরনের সমাবেশ হবে তা কোনভাবেই বোঝার উপায় নেই।
বিএনপির আগামীকালের সমাবেশ নিয়ে আলাপ আলোচনা শুরু হতে দেখে সেখানে আরও কয়েকজন যোগ দিলেন। কেউ সরকার অর্থাৎ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে কেউ বিপক্ষে অর্থাৎ বিএনপির পক্ষে নানা যুক্তিতর্ক শুরু করলেন।
বিএনপির আগামীকালের অনুষ্টিতব্য সমাবেশ কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশের মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। অনেকদিন পর বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মনোবল এখন অনেকটাই চাঙা। সরকারিভাবে বাধা না এলে আগামীকালের বড় ধরনের জনসমাবেশ ঘটাতে চায় বিএনপি। তাদের প্রতি দেশের মানুষের ব্যাপক আস্থা রয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হবে এমনটা প্রমাণ করতে চান দলের শীর্ষ নেতারা।
অন্যদিকে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেয়ার অনুমতি দিয়ে আওয়ামী লীগ যে গণতান্ত্রিক দল তা প্রমাণ হয়েছে।
প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের মাধ্যমে সমাবেশকে কেন্দ্র করে দুই দলের শীর্ষ নেতারা নানা কথার ফুলঝুড়ি ফোঁটালেও যেখানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে আজ সকাল ১০টা পর্যন্ত প্রস্তুতির কোনো লক্ষণ দেখা যায়নি।
সরেজমিন সোহরাওয়ার্দী উদ্যানের চৌহদ্দি ঘুরে কোথাও কোনো মঞ্চ তৈরি হতে দেখা যায়নি। বিএনপির কোনো সারির নেতাকর্মীদেকেও দেখা যায়নি।
উদ্যানের কয়েকজন নিরাপত্তা প্রহরী জানান, উদ্যানে মঞ্চ হবে কি হবে না এ সম্পর্কে তারা ওয়াকিবহাল নন। তবে কাল বিএনপির সমাবেশ হবে বলে তারা শুনেছেন। নিরাপত্তা প্রহরীদের একজন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যরা হয়তো ট্রাকে নির্মিত মঞ্চে বক্তৃতা দেবেন ।
এমইউ/এনএফ/এমএস