৫০০ কোটি টাকার বন্ডের অনুমতি পেল ইউসিবিএল


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ৩০ জুন ২০১৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে (ইউসিবিএল) ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ৫৫০তম কমিশন সভায় এই বন্ডটি ছাড়ার অনুমোদন দিয়েছে।  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড নামের এ বন্ডের মেয়াদকাল হবে ইস্যু তারিখ থেকে ৭ বছর পর্যন্ত। বন্ডটির বৈশিষ্ট হচ্ছে- নন-কনভারটেবল, আনলিস্টেড, অনিরাপদ, সম্পূর্ণ অবসায়নযোগ্য ও ফ্লোটিং রেটেড।

বন্ডটি শুধুমাত্র ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট বডি, মিউচ্যুয়াল ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।

এর আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদ দ্বিতীয়বারের মতো ৫০০ কোটি টাকা আকারের সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয়। বন্ডটির ইস্যু করা অর্থ দিয়ে ইউসিবিএল ব্যাসেল থ্রি এর শর্ত পূরণ, টায়ার টু মূলধন বাড়ানোর কাজ করবে। প্রতি বন্ডের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা।

উল্লেখ্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।