জামদানি প্রদর্শনী শুরু ১ জুলাই


প্রকাশিত: ০২:২১ পিএম, ২৯ জুন ২০১৫

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে আগামী ১ জুলাই থেকে ১০ দিনব্যাপী দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প পণ্য জামদানি প্রদর্শনী ২০১৫ শুরু হচ্ছে।

বাংলাদেশ জাতীয় যাদুঘরে জামদানি কারুশিল্পীগণ তাঁদের নিপুণ হাতের তৈরি নান্দনিক রূপ ও বৈচিত্র্যের অনবদ্য সৃষ্টি জামদানি পণ্যসামগ্রী প্রদর্শন করবেন।

আগামী ১ জুলাই বুধবার সকাল ১১টায় ১০ দিনব্যাপী এই জামদানি প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি ও শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী স্বাগত বক্তব্য রাখবেন।

প্রদর্শনীতে মোট ৩৮টি স্টলে তেরছা, জলপাড়, পান্নাহাজার, করোলা, দুবলাজাল, সাবুরগা, বলিহার, শাপলাফুল, আঙ্গুরলতা, ময়ূরপ্যাচপাড়, বাঘনলি, কলমিলতা, চন্দ্রপাড় ও ঝুমকা ইত্যাদিসহ আরও অনেক বাহারি নামের জামদানি শাড়ীর পসরা সাজিয়ে বসবেন। বাংলাদেশ জাতীয় যাদুঘরে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।