‘গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন চায় মালয়েশিয়া’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৮ নভেম্বর ২০১৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের চর্চার (সুষ্ঠু-অবাধ নির্বাচন) মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন দেখতে চায় মালয়েশিয়া।

বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সফররত মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। বৈঠকে তারা এমন মনোভব প্রকাশ করেছে।

বিষয়টি জানিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর বলেন, আলোচনা প্রাণবন্ত হয়েছে। মালয়েশিয়ান প্রতিনিধিরা তাদের দেশে গণতন্ত্রের যে চর্চা আছে একইভাবে বাংলাদেশেও তার প্রতিফলন দেখতে চান।

বৈঠকে কমনওয়েলথ ওমেন পার্লামেন্টারিয়ান চেয়ারপারসন ড. নুরানী আহমেদ এমপির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি ছিল। বাকি দুজন হলেন ডব্লিউ বি শামসুল এস্কান্দার মোহাম্মদ আকিল এমপি, দাতু নূরমালা আব্দুল সামাদ এমপি।

বিএনপির চেয়ারপারসনের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি মাহবুব আলম শাহ উপস্থিত ছিলেন।

এমএম/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।