ফখরুলের জামিন স্থগিত চেয়ে আবেদন
রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার সকালে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদন করা হয়।
দুপুরে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
উল্লেখ্য, গত ২১ জুন দুপুরে বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুলকে এ মামলাগুলোতে জামিন দেন এবং একই সঙ্গে ফখরুলকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন।
চলতি বছরের জানুয়ারির ৪ ও ৬ তারিখ নাশকতার অভিযোগ এনে পল্টন থানায় ফখরুলের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে পুলিশ। নিম্ন আদালত গত ২ জুন ফখরুলের জামিন নামঞ্জুর করেন।
পরে গত ১৪ জুন ফখরুলের পক্ষে উচ্চ আদালতে জামিন আবেদনগুলো দাখিল করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
বিএ/এমএস