১২ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ এএম, ০৭ নভেম্বর ২০১৭

‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন তারিখ ঘোষণা করেন।

তিনি বলেন, ‘৭ নভেম্বর উপলক্ষে আমরা সমাবেশের জন্য অনুমতি চাই। বিভিন্ন কারণে সরকার আমাদের অনুমতি দেয়নি। এখন আমরা আগামী ১২ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সরকার জনসভা করতে সহযোগিতা করবে। অন্যথায় প্রমাণিত হবে তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর অধিকার কেড়ে নিচ্ছে।’

এ নিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে দুইবার সমাবেশের তারিখ পরিবর্তন করল বিএনপি।

এর আগে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দেয় বিএনপি। ওইদিন অনুমতি না মেলায় ১১ নভেম্বর নতুন করে সমাবেশের জন্য অনুমতি চায় তারা। এখন আবার ১২ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি দলটি।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়শ্বের চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল প্রমুখ।

এমএম/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।