বিপ্লব ও সংহতি দিবসে জিয়ার সমাধিতে যাচ্ছেন না খালেদা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৬ নভেম্বর ২০১৭

‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আগামীকাল ৭ নভেম্বর ( মঙ্গলবার) শেরে বাংলা নগরের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন না দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বাংলাদেশে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনের কারণে জিয়ার সমাধিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়া। সোমবার রাতে গুলশান কার্যালয়ের বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সিপিএ সম্মেলন শেষে জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন বলেও জানিয়েছে ওই সূত্রটি।

এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। তবে অনুমতি না পাওয়ায় ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে দলটি।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদনের জন্য এখনো তারা অনুমতি পাননি। তবে চেষ্টা করে যাচ্ছেন। সিপিএ সম্মেলন শেষে বিএনপি চেয়ারপারসন অবশ্যই জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানাবেন বলেও জানান তিনি।

এমএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।