ইফতারে মিষ্টি স্বাদের ফালুদা
ইফতারে মিষ্টিজাতীয় খাবার তো অনেকই থাকে। সবগুলো কি স্বাস্থ্যকর? স্বাস্থ্যকর খাবারের প্রথম শর্ত হলো, তা অবশ্যই ঘরে তৈরি হতে হবে। তেমনি একটি স্বাস্থ্যকর রেসিপি হলো ফালুদা। ইফতারে ঠান্ডা ও মিষ্টি স্বাদের ফালুদা আপনার সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর করে দেবে। রইলো রেসিপি-
উপকরণ :
নুডলস,সেদ্ধ করা সাগু দানা , জেলি পছন্দের রঙের , দুধ, আইসক্রিম, চিনি, বরফ, বাদাম, কাঠ বাদাম।
প্রণালি :
প্রথমে নুডলস সেদ্ধ করে তৈরি করে নিতে হবে। তারপর পরিমাণমতো দুধ, আইসক্রিম, চিনি, বরফ, বাদাম ও কাঠ বাদাম দিয়ে ব্লেন্ডারে মিশ্রণ করতে হবে। পরে সবগুলোর মিশ্রণ এর সাথে নুডলস দিতে হবে, এবার পছন্দের রঙের জেলি মিশ্রণে মিশিয়ে দিয়ে পরিবেশন করতে হবে।
এইচএন/এমএস