ছয় দিন পর সূচক বাড়লো উভয় বাজারে
টানা ছয় কার্যদিবস দরপতনের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে সব ধরণের সূচক ও টাকার অংকে লেনদেনের পরিমাণ। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দরও।
এর আগে গত ১৮ জুলাই থেকে টানা ছয় কার্যদিবস দরপতন হয়েছে শেয়ারবাজারে। রোববার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৫০২ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৮ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ৩৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৪৬ কোটি টাকা।
এদিন মোট ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬০টির দাম বেড়েছে, কমেছে ১১০টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১২৪টির, কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৭ কোটি টাকা।
এসআই/আরএস/পিআর