খালেদা অন্ধ নেত্রী : নাসিম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:২২ এএম, ০২ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

১৪ দলের মুখপত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের অন্ধ নেত্রী। এ কারণে উনি রোহিঙ্গাদের জন্য নেয়া সরকারের পদক্ষেপ এবং উন্নয়ন দেখতে পান না।

তিনি বলেন, খালেদা জিয়া তিন মাস ঘুমিয়ে ছিলেন। তিন মাস পরে এসে কোটি কোটি টাকা খরচ করে গাড়ির বহর নিয়ে রোহিঙ্গাদের সাহায্য করতে গেছেন। অবস্থা দেখে মনে হয়েছে ত্রাণ নয় যেন ভ্রমণে গেছেন।

বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে সূ চি যে মন্তব্য করেছেন তা অত্যন্ত দুঃখজনক। এটা একেবারেই তার মন গড়া বক্তব্য। সূ চি আন্তরিক হলেই রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়া সম্ভব।

তিনি আরও বলেন, ৭৫ এর পর বিএনপি ৭ মার্চের ভাষণ মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। সেই ভাষণ আজ ইউনেস্কোতে স্থান পেয়েছে।

তিনি বলেন, এটা অনুবাদ করে সারা দুনিয়ায় প্রচার করা দরকার। তাহলে বিশ্বের মানুষ বিষয়টি জানতে পারবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জিয়া যে পাকিস্তানের চর ছিলেন তা পাকিস্তানের দূতাবাস প্রমাণ করেছে।

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রব্য মূল্যের দাম বেড়েছে এটা ঠিক। তবে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি পণ্যের দাম কমানোর।

এফএইচএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।