মওদুদের বিরুদ্ধে শুনানি ১৪ জুলাই


প্রকাশিত: ০৫:৪১ এএম, ২৮ জুন ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইসরাইল হোসেন এ দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৩ জুলাই দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে দাখিল করা সম্পদ বিবরণীতে চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকা মূল্যের তথ্য গোপন করেন মওদুদ আহমদ। এ ছাড়া সাত কোটি ৩৮ হাজার ২৩৭ টাকা মূল্যের সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এ ঘটনায় ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় দুদকের উপ-পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। ২০০৮ সালের ১৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক শরিফুর হক সিদ্দিকী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।