‘৭ মার্চের গুরুত্ব জাতি-রাষ্ট্রের অহংকারের’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০ এএম, ৩১ অক্টোবর ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতি-রাষ্ট্রের অহংকারের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। মঙ্গলবার এক প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে তিনি অভিনন্দন জানিয়ে বলেন, ভাষণ প্রক্রিয়ায় নিউক্লিয়াসের সিরাজুল আলম খানসহ আমরা সম্পৃক্ত ছিলাম। ওইদিন বঙ্গবন্ধুর নির্দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলাম। বঙ্গবন্ধুর ভাষণদানকালে আমি মঞ্চে উপস্থিত ছিলাম।

bob

আ স ম রব বলেন, এই স্বীকৃতির মাধ্যমে বাঙালি জাতির স্পর্ধার স্বীকৃতি মিলেছে। স্বাধীনতা ও মুক্তির জন্য দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ২ মার্চের পতাকা উত্তোলন, ৩ মার্চ ইশতেহার পাঠ পরবর্তীতে চূড়ান্ত ঘোষণার জন্য ৭ মার্চের ভাষণ ছিল অনিবার্য।

এইউএ/জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।