খালেদার গাড়ি বহরে হামলা নিয়ে আ.লীগ মিথ্যাচার করছে

মানিক মোহাম্মদ
মানিক মোহাম্মদ মানিক মোহাম্মদ , নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০৮:০৬ এএম, ৩১ অক্টোবর ২০১৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করেছিলাম ফেনীর এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় সরকার দুঃখ প্রকাশ করবে। কিন্তু তা না করে এ নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে। কিন্তু আওয়ামী লীগের এই মিথ্যাচার জনগণ বুঝে গেছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে কারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তা সরকার জানে। তা ছাড়া মিডিয়ার কল্যাণে সন্ত্রাসীদের পরিচয় চিহ্নিত হয়েছে। তাদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব।

আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে বিএনপি প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের সংগঠন। তাই সব শ্রেণির মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন জানিয়েছেন। তা ছাড়া মানবিক এই রোহিঙ্গা ইস্যু নিয়ে বেগম জিয়া কোনো শোডাউন করেননি। বিএনপি আগে থেকেই যে দাবি জানিয়ে আসছিল- সরকার রোহিঙ্গা ইস্যুতে কূটনীতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে তা আজ সত্য প্রমাণিত হয়েছে।

এমএম/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।