রাতে ‘লং বিচের’ খাবার খেলেন খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজারের সার্কিট হাউজে রাত্রিযাপন করছেন। সেখানে হোটেল ‘লং বিচ’ থেকে তার রাতের খাবার সরবরাহ করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন আজ (রোববার) রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার গ্রহণ করেছেন।
দলীয় সূত্র জানায়, রাতের খাবারের তালিকায় ছিল আতপ চালের ভাত, বেগুন ভর্তা, শুঁটকি ভর্তা, মাছ ভর্তা, রূপচাঁদা, দেশি মাগুর, দেশি পাবদা, কোরাল মাছ, দেশি মুরগী, পাতলা ডাল, পাঁকা পেপে, টক দই, ফিরনি এবং পুডিং।
এর আগে রাত ৮টায় চট্টগ্রাম থেকে কক্সবাজার এসে পৌঁছানোর পর বিশ্রাম নেন খালেদা জিয়া। সার্কিট হাউজে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপও করেছেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে আসা দলের শীর্ষ নেতাদের মধ্যে ‘লং বিচ’ হোটেলে রাত্রিযাপন করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মো. শাজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।
এমএম/বিএ