খালেদাকে বহনকারী গাড়ির চাকা পাংচার
চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ির একটি চাকা পাংচার হয়েছে। রোববার বিকেল ৩টা ৪০ মিনিটে গাড়িবহর লোহাগড়া উপজেলায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
এ সময় খালেদা জিয়াকে গাড়িতে রেখেই চাকা পরিবর্তন করা হয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর খালেদা জিয়ার চারপাশে বহরে থাকা নেতাকর্মীরা অবস্থান নেন। চাকা পরিবর্তন করতে ১০ মিনিটের মতো সময় লাগে।
এ ঘটনার কিছুক্ষণ পরই গাড়িবহরে থাকা ছাত্রদলের সভাপতি রাজিব আহসান এ প্রতিবেদককে জানান, ‘মাডামের গাড়ি ঠিক হয়ে গেছে।
গাড়িবহরটি কক্সবাজার অভিমুখে এগিয়ে যাচ্ছে।’
খালেদা জিয়ার গাড়িতে থাকা তার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে এ বিষয়ে ফোন করলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে জানান।
এর আগে শনিবার গুলশান কার্যালয় থেকে কক্সবাজার অভিমুখে রওয়ানা করলে কুমিল্লার ক্যানটনমেন্টে খালেদা জিয়াকে বহনকারী গাড়ির একটি চাকা পাংচার হয়। সেখানেও মিনিট দশেক সময় খালেদা জিয়াকে গাড়িতে রেখেই চাকা পরিবর্তন করা হয়।
এমএম/এসএইচএস/আরআইপি