গাড়িবহরে হামলার পুনরাবৃত্তি চান না ফখরুল

মানিক মোহাম্মদ
মানিক মোহাম্মদ মানিক মোহাম্মদ , নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২৯ অক্টোবর ২০১৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে গতকাল যে হামলার ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হবে না বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে চট্টগ্রামে মোটেল সৈকতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

গতকালের হামলার ঘটনায় ক্ষমতাসীনদের দায়ী করে মির্জা ফখরুল বলেন, যারা হামলা চালিয়েছে তাদের নাম-পরিচয় মিডিয়াতে এসেছে। সত্যকে অস্বীকার করাও অপরাধ।

তিনি বলেন, হামলার ঘটনার পর আমরা পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি। তিনি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল বলেন, যারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে তারা চিহ্নিত। তাদের নাম-ছবি গণমাধমে চলে এসেছে। তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা উচিত ছিল। আওয়ামী লীগ সন্ত্রাসীদের লালন করছে এটাই প্রমাণিত।

গোটা জাতির কাছে এটা এখন পরিষ্কার যে তারা বিএনপি চেয়ারপারসনের ওপর হামলা চালিয়েছে, বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে ফের হামলার আশঙ্কা করছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এমনটা আশাও করি না প্রত্যাশাও করি না।

খালেদা জিয়াকে ক্যারিসমাটিক নেতা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি যখন বের হন তখন মানুষ স্বতস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে। যা গতকাল আপনারা দেখেছেন। ক্যারিসমাটিক লিডারদের ক্ষেত্রে এমন হবেই। তিনি আজ পর্যন্ত নির্বাচনে কোনো আসনে হারেননি।

গতকাল ঢাকা থেকে কক্সবাজার অভিমুখে আসার পথে ট্রাফিক ভালো কাজ করেছে দাবি করে তিনি বলেন, তবে হামলার সময় তারা দাঁড়িয়েছিল। কোনো রেসপন্স করেনি। অথচ আইজিপি নিরাপত্তার বিষয়ে আমাদেরকে নিশ্চিত করেছিলেন।

এ সময় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোশারফ হোসেন খোকন, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।