গুলশানে নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে খালেদা
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
লন্ডন সফর শেষে দেশে ফেরার পর নীতিনির্ধারকদের নিয়ে এটিই প্রথম বৈঠক করছেন খালেদা জিয়া। দীর্ঘ অনুপস্থিতিতে আটকে থাকা দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
এমএম/এএইচ/আরআইপি