মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান চুমকির


প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৪ জুন ২০১৫

মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, রাজনীতিবিদদের জন্য পৃথিবীর সকল দুয়ার মুক্ত। তারা নিজেদের মেধা ও বুদ্ধি দিয়ে সারা পৃথিবীকে দেখতে পায়।


বুধবার রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।


তিনি বলেন, আজকের মেধাবীরাই আগামী দিনের জাতি ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন তারা পৃথিবীকে দেখবে একটি মাত্র জানালা দিয়ে। কিন্তু যারা রাজনীতি করবে তাদের জন্য পৃথিবীর সব দুয়ার মুক্ত। তারা ছাদের ওপরে দাঁড়িয়ে আকাশ দেখার মতো পৃথিবীকে দেখতে পাবে। তাই আগামী দিনের সুন্দর ও ন্যায়পরায়ন জাতি গঠনে মেধাবীদের রাজনীতিতে অংশ নেয়া উচিত।


‘উন্নত জাতি গঠনে মেধাবীদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগের সভাপতি ডা. খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন, মেহেদি ইলেক্ট্রনিক্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. মেহেদী হাসান, কাজী ফিরোজ রশীদ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সোয়েব রশীদ এবং নীলফামারী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।


বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি আয়োজিত এ আলোচনা অনুষ্ঠান শেষে এ বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ এবং গোল্ডেন ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মেহের আফরোজ চুমকি মেধাবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে মেহের আফরোজ চুমকি তাদের এই ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখতে নিষ্ঠার সঙ্গে পড়ালেখা করার আহ্বান জানান।


তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো অনেক মেধাবীই রাজনীতিতে এসে পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছেন। বঙ্গবন্ধুর বিচক্ষণ রাজনীতির জন্যই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাই তোমাদের মতো মেধাবীরাই গড়বে আগামী দিনের বাংলাদেশ। তোমাদের সততা, ন্যায়পরায়নতা ও বিচক্ষণতা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লাখ শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে।


মেধাবী জাতি গঠনে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মানুষ তার কর্মের মধ্যে দিয়েই সৃষ্টির সেরা জীব হয়ে ওঠে। যারা দেশের শিক্ষার্থীদের ভবিষ্যত চিন্তা না করে অবরোধ কর্মসূচি দেয়, বইয়ের ট্রাকে আগুন দেয় এবং অন্ত:সত্বা মাকে আগুনে দগ্ধ করে তারা জাতির ভালো চায়না। তারা মানুষ নামের কলঙ্ক। তারা রাজনীতির কলঙ্ক। তাদের নষ্ট রাজনীতি মোকাবেলা করতে রাজনীতিতে মেধাবী ও ন্যায়পরায়ন নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।


এসএইচএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।