ইতালিতে আ. লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
ইতালির রোমে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সুন্দরবন রেষ্টুরেন্টে ইফতার মাহফিল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৬৬ বছরে আওয়ামী লীগের গৌরবময় দিনের বিষদ আলোচনা করেন নেতা কর্মীরা। আলোচনার শুরু করা হয় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে।
এসময় বক্তারা বলেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন, বিদ্যুতের ঘাটতি নেই। পদ্মসেতু নির্মাণাধীন রয়েছে। এদিকে রোম –ঢাকা রুটের বন্ধ বিমান খুব শিগগিরই চালু হবে বলে জানান উপস্থিত নেতারা।
এ সময় বিমান নিয়ে কাউকে রাজনীতি না করতে হুঁশিয়ারী করে দেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন স্বাধীনতার স্বপক্ষে জননেত্রী শেখ হাসিনা পূণরায় বিমান রোম ঢাকা রুটে চালুর ব্যবস্থা করে দিবেন। ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী ওমরাহ থেকে ফিরলে প্রধানমন্ত্রীর সাঙ্গে বিমান সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।
ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ ঢালীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি হাবীব চৌধূরী, জাহাঙ্গীর হোসেন ফরাজী, বীর মুক্তিযোদ্বা লৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, শোয়েব দেওয়ান, এম এ রব মিন্টু,মোক্তার জামান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দিলিপ, মাহবুব আলম প্রধান, মহিলা লীগের সভাপতি ইয়াসমিন আক্তার রোজী, সাধারণ সম্পাদক নয়না আহমেদ, যুগ্ন সম্পাদক নাছিমা আক্তার নুপুর, যুব লীগের মেহেদি হাসান, রোম মহানগর আ’লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিল বন্ধকসী,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান, দপ্তর সম্পাদক হাবিব মকদম,বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচ.এম রবি সরকার, মো. মামুনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসকেডি/পিআর