বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ


প্রকাশিত: ১১:২১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৪

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চূড়ান্ত রায়ে সাজা কমিয়ে আমৃত্যু করাদণ্ডাদেশের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৪টায় শাহবাগসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। বুধবার বিকেল রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশ শেষে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের অন্যতম সংগঠক আরফি জেবতিক।

তিনি জানান, সাঈদীর রায়ের প্রতিবাদে আজ বুধবার রাত ১০টা পর্যন্ত শাহবাগে অবস্থান করবে গণজাগরণমঞ্চ। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় শাহবাগসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করা হবে।

এছাড়া শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে গণসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে সাঈদীর রায়ে তাৎক্ষণিক প্রতিবাদে শাহবাগ মোড়ে গণসমাবেশ করতে চাইলে পুলিশ তাদেরকে জলকামান, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে মঞ্চের কর্মীদের সরিয়ে দেয়। এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বেশ কয়েকজন আহত হয়। পরে জাতীয় যাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিনীর সভাপতিত্বে ও গণজাগরণ মঞ্চের সংগঠক মারুফ রসুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- ডাকসুর সাবেক জিএস ডা. মোক্তার হোসেন, ছাত্র ইউনিয়েনের সভাপতি হাসান তারেক, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিব রোমন, প্রকৌশলী শন্তা বসু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।