দুদক দায়িত্ব পালনে ব্যর্থ : রিপন
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি-দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি নির্মূলে শাসকদলীয় দৃষ্টিভঙ্গির বাইরে নির্মোহভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। সোমবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার দলীয় নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতির মামলা ‘লোক দেখানো’ কারণে করা হলেও তার কোনো অগ্রগতি থাকেনা এবং প্রায়শ্চই তাদেরকে খালাস করে ‘ক্লিন’ সার্টিফিকেট দেয়, অপরপক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী নেতাদের বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে মামলা রুজু করেছে।
রিপন বলেন, এরই ধারাবাহিকতায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে একটি মামলায় চার্জশীট প্রদান করায় আমরা উদ্বিগ্ন।
রিপন আরো বলেন, শাসকদলের নেতাদের জন্য দুদক ক্লিন সার্টিফিকেট আর বিরোধীদের জন্য চার্জশীট-এক যাত্রায় দুই ফল কোনভাবেই কাম্য নয়।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুর্নীতি দমন কমিশন পক্ষপাতহীনভাবে দুর্নীতির বিরুদ্ধে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
এমএম/এসকেডি/এমএস