খালেদাকে সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি : দুদু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৫ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী বুধবার দেশে ফিরবেন। তাকে সংবর্ধনা দেয়ার জন্য দলীয় নেতাকর্মীরা প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা জানান। খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ‘স্পষ্ট কথা খালেদা জিয়া বুধবার দেশে আসবেন। দেশে এসে দেশের গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিরোধী দলের রাজনীতিতে যা যা করার দরকার তিনি তাই করবেন। তাকে সংবর্ধনা দেয়ার জন্য, গণঅভ্যর্থনা দেয়ার জন্য যে সংগ্রামের প্রস্তুতি সেটা বিএনপির নেয়া আছে। দেশে এল তাকে ব্যাপক সংবর্ধনা দেয়া হবে।’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন চিকিৎসা করতে কিন্তু এ সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারবার সন্দেহ প্রকাশ করেছেন তিনি দেশে ফিরবেন কি না? ছোট মনেরও একটা সীমা থাকে, এ সরকারেে সেটাও নেই। তারা জনবিচ্ছিন্ন গণবিরোধী লুটেরা সরকার।’

বিএনপির এ নেতা বলেন, ‘এ সরকার খালেদা জিয়া, বিএনপি এবং ধানের শীষের সঙ্গে নির্বাচন করতে ভয় পায়। এ সরকার স্বাভাবিক সরকার নয়, তারা সংবিধানের নামে সংবিধানকে ধ্বংস করেছে। আইনের শাসনের নামে আইনকে ধ্বংস করেছে। যার কারণে দেশে হাজারও রাজনৈতিক বন্দি এখন জেলখানায়।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘আজকে আমরা নির্বাচন কমিশনে যাব। আমাদের সুপারিশগুলো সেখানে বলবে যদি কমিশন সুপারিশ অনুযায়ী গ্রহণযোগ্য, স্বাভাবিক, অংশগ্রহণমূলক, উৎসবমূলক ভোট দেয়ার পরিবেশ ফিরিয়ে আনতে পারে, তাহলে তাকে আমরা ধন্যবাদ দেব। না হলে যে পরিস্থিতির মুখোমুখি তাদেরকে হতে হবে এখন পর্যন্ত তারা সেটা ভাবতে পারছে না।’

তিনি বলেন, ‘সহায়ক সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা লড়াই করছি। সেই নির্বাচনের জন্য আমাদের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নেত্রী দেশে এলে নাকি আইনানুগ ব্যবস্থা নেবেন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আগামী দিনের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ব্যবস্থা যদি নেয়া হয় তিনি (খালেদা জিয়া) নেবেন। গায়ের জোরে ভণ্ডামি করে মিথ্যা কথা বলে যারা ক্ষমতায় এসেছে তারা কী ব্যবস্থা নেবে। ব্যবস্থার জন্য আপনারা প্রস্তুত থাকেন।’

তিনি আরও বলেন, ‘যাদের দুর্নীতির প্রশ্নে বিচার করা হচ্ছে তাদের নামে কোনো দুর্নীতির মামলা নেই। অথচ যারা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসরকারি ব্যাংক, শেয়ার মার্কেট ধ্বংস করে ফেলেছে, লুটপাট করেছে তাদের নামে একটিও মামলা হয়নি। তারা একজনও কারাগারে নেই, বিচারের মুখোমুখি হতে হয়নি।’

সংগঠনের সভাপতি মোস্তফা গাজী দুদুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, গণসংস্কৃতিক দলের সভাপতি এস আল মামুন, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হোসেন রনি প্রমুখ।

এসআই/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।