রাশিয়া গেলেন ফজলে হোসেন বাদশা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১ এএম, ১২ অক্টোবর ২০১৭

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাশিয়া গেছেন। বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য মোস্তফা আলমগীর রতন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ায় ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণের উদ্দেশে বৃহস্পতিবার বাংলাদেশ ত্যাগ করেছেন তিনি।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। তিনি এই সম্মেলনে অংশগ্রহণ শেষে ৬ নভেম্বর দেশে ফিরে আসবেন।

তার রাশিয়ায় অবস্থান পর্যন্ত পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান।

এইউএ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।