বিরোধী দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৮ অক্টোবর ২০১৭

বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সোমবার সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টায় দলটির সঙ্গে বসবে ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এসময় নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত থাকবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারবাহিকতায় সোমবার এই সংলাপ হবে।

গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ অাগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে সংলাপ করে ইসি। ২৪ অাগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়েছে। ইতোমধ্যে ২৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।

এইচএস/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।